পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য আসছে একের পর এক সুখবর । রাজ্য সরকারের তরফ থেকে একগুচ্ছ চাকরির জন্য ফরম ফিলাপ শুরু হচ্ছে। ইতিমধ্যে চলছে মিসলেনিয়াস এর ফরম ফিলাপ ।তবে হাতে আর বেশি দিন দেরি নেয়। বেশ অনেকদিন আগেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস সার্ভিস এর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
এই পরীক্ষায় বসার জন্য ন্যূনতম যোগ্যতা হল যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ। অনার্স বা প্রেম পাস/পাশ যে কোন একটা হলেই বসতে পারবেন এই পরীক্ষায় । এছাড়া গ্রেজুয়েশনের পার্সেন্টেজেরও কোন বাধা ধরা নেই।সর্বনিম্ন বয়স কুড়ি এবং সর্বোচ্চ বয়স 39 হলেই বসতে পারেন এই পরীক্ষায়।
প্রিলিমিনারি,মেইন আর ইন্টারভিউ এই তিনটি ধাপে হচ্ছে পরীক্ষা। অক্টোবরের ৫ তারিখ থেকে ফরম ফিলাপ শুরু হয়েছিল আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল নভেম্বরের ২ তারিখ। বুঝতেই পারছেন হাতে আর বেশিদিন সময় নেই। তাই ২ তারিখের আগে ঝটপট করে ফরম ফিলাপ করে নিন এই চাকরির। নয়তো অপেক্ষা করতে হবে আবার আরো এক বছরেরও বেশি সময়। অ্যাপ্লিকেশন ফি বাবদ জেনারেলদের লাগবে ১৬০ টাকা। আর সংরক্ষিত চাকরি প্রার্থীদের কোনো ফি লাগবে না।